
বিজ্ঞপ্তি
Posted by
Wellcome
|
তাইওয়ানভিত্তিক প্রযুক্তিসেবাদাতা প্রতিষ্ঠান জাইজেল বাংলাদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে প্রযুক্তিগত সেবা কার্যক্রম শুরু করেছে। এই সেবাগুলো পাওয়া যাচ্ছে বাংলাদেশে জাইজেলের পরিবেশক কম্পিউটার সিটি টেকনোলজিসের মাধ্যমে। জাইজেলের বিভিন্ন ধরনের প্রযুক্তিসেবা ও এর ব্যবহার সম্পর্কে ধারণা দিতে গত বৃহস্পতিবার এক সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে জাইজেলের নেটওয়ার্ক নিরাপত্তা, নেটওয়ার্কিং সুইচ, টেলকো সুইচ, ফাইবার সুইচসহ আরও অন্যান্য পণ্যের প্রযুক্তিগত সেবার বিভিন্ন দিক ও এর ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। সেমিনারে জাইজেলের বিভিন্ন প্রযুক্তি পণ্যের নানা দিক নিয়ে কথা বলেন জাইজেলের প্রকৌশলী পিপার। তিনি বলেন, বড় বড় প্রতিষ্ঠানের নানা ধরনের প্রযুক্তিগত সেবা দেওয়ার জন্য জাইজেলের বিভিন্ন পণ্য অনেক বেশি কার্যকর।
সেমিনারে জাইজেলের বিভিন্ন পণ্যের ব্যবসায়িক সুবিধা নিয়ে বলেন জাইজেলের ব্যবসা উন্নয়ন ব্যবস্থাপক প্যাট হিউজিং।
সেমিনারে কম্পিউটার সিটি টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইসলাম, বিক্রয় ও বিপণন বিভাগের নির্বাহী পরিচালক মনিরুল হক, অপারেশন বিভাগের পরিচালক সাইফুল ইসলাম ও কারিগরি বিভাগের পরিচালক মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন।
সেমিনারে জাইজেলের নেটওয়ার্ক নিরাপত্তা, নেটওয়ার্কিং সুইচ, টেলকো সুইচ, ফাইবার সুইচসহ আরও অন্যান্য পণ্যের প্রযুক্তিগত সেবার বিভিন্ন দিক ও এর ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। সেমিনারে জাইজেলের বিভিন্ন প্রযুক্তি পণ্যের নানা দিক নিয়ে কথা বলেন জাইজেলের প্রকৌশলী পিপার। তিনি বলেন, বড় বড় প্রতিষ্ঠানের নানা ধরনের প্রযুক্তিগত সেবা দেওয়ার জন্য জাইজেলের বিভিন্ন পণ্য অনেক বেশি কার্যকর।
সেমিনারে জাইজেলের বিভিন্ন পণ্যের ব্যবসায়িক সুবিধা নিয়ে বলেন জাইজেলের ব্যবসা উন্নয়ন ব্যবস্থাপক প্যাট হিউজিং।
সেমিনারে কম্পিউটার সিটি টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইসলাম, বিক্রয় ও বিপণন বিভাগের নির্বাহী পরিচালক মনিরুল হক, অপারেশন বিভাগের পরিচালক সাইফুল ইসলাম ও কারিগরি বিভাগের পরিচালক মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন।
মহাশূন্যে বিশাল জলাধারের সন্ধান!
Posted by
Wellcome
|
মহাশূন্যে বিশাল একটি জলাধারের সন্ধান পেয়েছেন মার্কিন জ্যোতির্বিজ্ঞানীরা। এতে পৃথিবীর সব মহাসাগরের চেয়ে অন্তত ১৪০ ট্রিলিয়ন গুণ বেশি পানি রয়েছে।
গবেষকদের দুটি দল বলছে, মহাবিশ্বে আবিষ্কৃত সবচেয়ে দূরের জলাধার এটি। নতুন সন্ধান পাওয়া এই জলাধারটি পৃথিবী থেকে এক হাজার ২০০ আলোকবর্ষ দূরের একটি কৃষ্ণ-গহ্বরকে ঘিরে রেখেছে। একটি বিশাল আকৃতির কৃষ্ণ-গহ্বরবেষ্টিত কোয়াসার চার পাশের গ্যাস-ধুলোবালি চুষে নেয়।
গবেষকেরা ‘এপিএম-০৮২৭৯+৫২৫৫’ নামের ওই কোয়াসার নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা চালিয়ে আসছেন। কৃষ্ণ-গহ্বরটি সূর্যের চেয়ে দুই হাজার গুণ বড়। একপর্যায়ে তাঁরা ওই কৃষ্ণ-গহ্বরটির চারপাশে বাষ্পীভূত পানির অস্তিত্ব খুঁজে পান।
দুটি গবেষক দল এ গবেষণায় অংশ নেয়। একটির নেতৃত্বে ছিলেন নাসার বিজ্ঞানী ম্যাট ব্রাডফোর্ড। তিনি বলেন, কৃষ্ণ-গহ্বরটির চার পাশের আবহাওয়া অনন্য ধরনের যা বিপুল পরিমাণে পানি উৎপন্ন করছে।’
জলাধারটির অস্তিত্ব প্রথম আবিষ্কার করেন ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির (ক্যালটেক) গবেষক পদার্থবিজ্ঞানী ডারিউজ লিস ও তাঁর সহযোগীরা। আইবি টাইমস, সায়েন্স ডেইলি।
গবেষকদের দুটি দল বলছে, মহাবিশ্বে আবিষ্কৃত সবচেয়ে দূরের জলাধার এটি। নতুন সন্ধান পাওয়া এই জলাধারটি পৃথিবী থেকে এক হাজার ২০০ আলোকবর্ষ দূরের একটি কৃষ্ণ-গহ্বরকে ঘিরে রেখেছে। একটি বিশাল আকৃতির কৃষ্ণ-গহ্বরবেষ্টিত কোয়াসার চার পাশের গ্যাস-ধুলোবালি চুষে নেয়।
গবেষকেরা ‘এপিএম-০৮২৭৯+৫২৫৫’ নামের ওই কোয়াসার নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা চালিয়ে আসছেন। কৃষ্ণ-গহ্বরটি সূর্যের চেয়ে দুই হাজার গুণ বড়। একপর্যায়ে তাঁরা ওই কৃষ্ণ-গহ্বরটির চারপাশে বাষ্পীভূত পানির অস্তিত্ব খুঁজে পান।
দুটি গবেষক দল এ গবেষণায় অংশ নেয়। একটির নেতৃত্বে ছিলেন নাসার বিজ্ঞানী ম্যাট ব্রাডফোর্ড। তিনি বলেন, কৃষ্ণ-গহ্বরটির চার পাশের আবহাওয়া অনন্য ধরনের যা বিপুল পরিমাণে পানি উৎপন্ন করছে।’
জলাধারটির অস্তিত্ব প্রথম আবিষ্কার করেন ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির (ক্যালটেক) গবেষক পদার্থবিজ্ঞানী ডারিউজ লিস ও তাঁর সহযোগীরা। আইবি টাইমস, সায়েন্স ডেইলি।
বিজ্ঞপ্তি
Posted by
Wellcome
|
‘বরিশাল অঞ্চলকে এগিয়ে নিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করতে হবে। এই ডিজিটাল যুগে সমৃদ্ধির বড় হাতিয়ার হলো ডিজিটাল প্রযুক্তি।’ গত শুক্রবার বরিশালে বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) শাখা কমিটি গঠন উপলক্ষে স্থানীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সভায় বিসিএসের সভাপতি মোস্তাফা জব্বার এ কথা বলেন। এই সভায় বরিশাল অঞ্চলে বিসিএসের সদস্যদের সঙ্গে মতবিনিময় করে বরিশাল শাখা কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়। ২৯ জুলাই সকালে এই শাখার অ্যাডহক কমিটি গঠন করা হবে। বিকেলে কম্পিউটার সমিতি বরিশাল আয়োজিত ‘সিএসবি কম্পিউটার মেলা ২০১১’ এর পুরস্কার বিতরণ করা হয়। কম্পিউটার সমিতি বরিশালের সভাপতি সুনিল বরন সাহা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বিজ্ঞপ্তি
Posted by
Wellcome
|
সব দেশি-বিদেশি বৃত্তির তথ্য পাওয়া যাচ্ছে মিমডোর ওয়েবসাইটে।
এ ছাড়া শিক্ষাঋণ ও অনলাইনে আয়ের যাবতীয় তথ্য পাওয়া যাবে।
ঠিকানা: www.mimdoor.com
এ ছাড়া শিক্ষাঋণ ও অনলাইনে আয়ের যাবতীয় তথ্য পাওয়া যাবে।
ঠিকানা: www.mimdoor.com
Posted by
Wellcome
|
বিবিসি বাংলা নিউজ
বাংলা FM রেডিও
Radio Metrowave -Bangla Radio Station for the new generation
BBC Bangla Program - BBC Bangla news in real audio
DW Radio : Bengali - Bangla Radio Program from Germany
VOA Bangla Program - Bangla news from Voice of America
Bangla Radio Broadcastings -Bangla Radio around the world
Uradhura Radio - Plays Band, Modern, Film,more
Eurobangla Audiocast - Plays Band and Modern songs
Radio Probash - Bangla Natok in Real Audio
Subscribe to:
Posts (Atom)